• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯

জাতীয়

অবরোধে নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ১২ জন গ্রেফতার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ নভেম্বর ২০২৩

সরকারবিরোধীদের ডাকা চলমান হরতাল-অবরোধে নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ১ আসামি গ্রেফতারে সাধারণ মানুষ পুলিশকে সাহায্য করেছে। তাকে ২০ হাজার টাকা অর্থ পুরস্কার দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন।

ডিএমপির এই কর্মকর্তা জানান, রাজধানীর ১২টি স্পট থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গত ২৮ তারিখ থেকে এখন পর্যন্ত ৬৪টি গাড়িতে আগুন ও ভাঙচুর করা হয়েছে। নাশকতাকারীরা যাত্রীবেশে দাহ্য পদার্থ ব্যবহার করে বসে আগুন দেয়।

ড. খন্দকার মহিদ উদ্দিন আরও জানান, প্রতিদিন যে পরিমাণ নাশকতা হচ্ছে, তার অনেকগুলো ঠেকিয়ে দিয়েছে পুলিশ। এরপরেও রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতা করলে পুলিশ ব্যবস্থা নেবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads